হ্যাপিকে চ্যালেঞ্জ করে যা বললেন রুবেল
প্রকাশিত হয়েছে : ১:৩৩:০৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন অবশেষে নায়িকা হ্যাপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নিজের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে, তা অস্বীকার করেছেন রুবেল। সেই সঙ্গে এ বিষয়ে শেষ দেখে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
হ্যাপির ধর্ষণ মামলায় সোমবার চার সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর উচ্চ আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় রুবেল এ হুঁশিয়ারি দেন।
এ সময় রুবেল আরো বলেন, ‘হ্যাপির সঙ্গে ফোনে মাঝেমধ্যেই কথা হতো। এক সময় সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হওয়ায় হ্যাপি আমাকে মামলার ভয় দেখিয়েছিল। শেষ পর্যন্ত সে আমাকে মামলায় ফাঁসাল। আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়িনি। সে মিথ্যা মামলা করেছে। আমার ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এর শেষ দেখে ছাড়ব।’
এ সব কথা বলতে বলতে রুবেল গাড়ি চালিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।