হোয়াটস অ্যাপ এখন থেকে ওয়েবে!
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৩৮,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপস ‘হোয়াটস অ্যাপ’ এখনও শুধু মোবাইলেই পাওয়া যায়। খুশির খবর, দিন কয়েকের মধ্যে এই পরিষেবা ওয়েবেও পাওয়া যাবে। সূত্রের তরফে জানা গিয়েছে, কম্পিউটার ও মোবাইলের মধ্যে সংযোগ করতে পারবে নতুন এই ডিভাইসটি।
‘হোয়াটস অ্যাপ’ এর পরিষেবা পেতে দরকার একটি সিমকার্ড, একটি সঠিক ‘ইউজার নেম’ এবং ‘পাসওয়ার্ড’।স্মার্টফোন, কল করা যায় এমন ট্যাবলেটেও এই পরিষেবা রেসট্রিকটেড।নোটবুক বা কম্পিউটারে এগুলি না মেলায় ব্যবহার করা যায় না ‘হোয়াটস অ্যাপ’।
কিন্তু এবার অ্যানড্রয়েড ওয়ার্ল্ড.এনএল-এ গিয়ে 2.11.471APK খুললেই চলে আসবে ‘হোয়াটস অ্যাপ ওয়েব’। এতে লগ ইন করলে কম্পিউটারে ওয়েবে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাবে
হোয়াটস অ্যাপ ডেভেলপাররা ফেসবুকেরই একটি অংশ। তাই ওয়েবে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে হলে ফেসবুক লগইন করতে হবে না।