হোসনি মুবারকের ৩ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৪৫,অপরাহ্ন ০৯ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে তিন বছরের জেল দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির মামলায় করা পুনঃশুনানিতে মুবারকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় শনিবার। একই অপরাধে মুবারকের দুই ছেলেকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, গত বছর মে মাসে মুবারককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ক্ষমতায় থাকাকালীন জন-তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ওই রায় দেওয়া হয়েছিল।
জনগণের টাকায় পারিবারিক ভোগবিলাসের অপরাধে ওই একই মামলায় মুবারকের সঙ্গে তার দুই ছেলে—গামাল ও আলাকে চার বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে মিসরের উচ্চ আদালত রায়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন। অন্যান্য মামলায় মুবারক ও তার দুই পুত্র এরই মধ্যে তিন বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন।
এটা নিশ্চিত হওয়া যায়নি, পুনঃশুনানির রায়ে যে তিন বছরের কথা বলা হয়েছে তা আগের তিন বছরের সঙ্গে সমন্বয় করা হবে কি না। প্রসঙ্গত, ২০১১ সালে আরব বসন্তের সময় মুবারকের পতনের মাধ্যমে মিসরে ত্রিশ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছিল।