হোটেলে ডেকে এনে প্রেমিকার মাংস খেল তরুণ
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৫৪,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: হোটেলে ২২ বছর বয়সী এক তরুণীকে ডেকে নিয়ে আঘাত করেন ম্যাথু উইলিয়াম (৩৪)। এরপর অসুস্থ তরুণীর শরীরের মাংস খেতে শুরু করেন। বেশ কিছু অংশ খেয়েও ফেলেন তিনি। এ অবস্থায় পুলিশ তাকে হোটেল কক্ষে হাতেনাতে ধরে ফেলে। কিছুক্ষণ পর তরুণীটি মারা যান।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসের ব্ল্যাক উড শহরের নিকট আগোয়েড গ্রামের শিরহাউই আর্মস হোটেলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশের অভিযানের সময় আহত হন উইলিয়াম। এরপর থানা হাজতে জিজ্ঞাসাবাদ করার সময় বৈদ্যুতিক শকে মৃত্যু হয় তার।
গৃহহীনদের জন্য ব্যবহৃত হোটেলের নিরাপত্তা কর্মীরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় উইলিয়াম তরুণীর মৃতদেহের মাংস খাচ্ছেন- এমন অবস্থায় পুলিশকে খবর দেন তারা। পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।
সহিংসতার দায়ে জেল খেটে দুই সপ্তাহ আগে বাড়ি ফিরেছিলেন উইলিয়াম।
জানা যায়, শিরহাউই আর্মস হোটেলের ওই কক্ষে মদ্যপানের জন্য বান্ধবীকে নিয়ে আসেন উইলিয়াম।
বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে।