হেফাজত নেতা মুফতি হারুন কারাগারে
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:৫৩,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রামের কোতোয়ালী থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
এর আগে তাকে মামলা নম্বর ৫৮(৫)২০১৩ গ্রেফতার দেখিয়ে থানা থেকে আদালতে পাঠানো হয়।
জঙ্গি সম্পৃক্ততার একাধিক মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হলে পুলিশ কারা ফটকে ফের তাকে গ্রেফতার করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বলেন, ‘চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় হারুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে কারাগারে আনা হয়।’
মুফতি হারুন হেফাজতে ইসলামের প্রশিক্ষণ সম্পাদক। ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণে তিনজন মারা যান। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেডসহ বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ।