‘হৃদয় ভেঙ্গে গেছে’ আল-কায়েদার
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:০৫,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান জঙ্গিদের হামলার ১৩২ শিশুসহ প্রায় দেড়শ’ লোকের মৃত্যুর ঘটনায় ‘আমাদের হৃদয় ভেঙ্গে গেছে’ বলে উল্লেখ করেছে আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা।
গণমাধ্যমে রবিবার ই-মেইলে পাঠানো চার পৃষ্ঠার একটি বিবৃতিতে আল কায়েদার দক্ষিণ এশীয় শাখার মুখপাত্র ওসামা মেহমুদ বলেন, ‘ওই ঘটনায় (স্কুলে হামলা) বেদনায় ও দুঃখে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানী সেনাবাহিনীর অপরাধ ও নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে গেছে। এটা সত্য যে সেনাবাহিনী আমেরিকার দাসত্ব ও মুসলিমদের গণহত্যা করছে। কিন্তু এর মানে এই না যে আমরা নিরীহ মুসলিমদের ওপর প্রতিশোধ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর শত্রু আমেরিকা ও এর পোষ্য শাসক ও দাস সেনা সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, শিশু, নারী ও আমাদের মুসলিম জনগণের বিরুদ্ধে নয়।’
এর আগে আফগান তালেবানের পক্ষ থেকেও পেশোয়ারের স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪৯ জন নিহতের ঘটনার নিন্দা জানানো হয়।