হৃদয়কে অপপ্রচার বন্ধ করতে বললেন সুজানা
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৪৭,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক :: প্রেম, বিয়ে অত:পর বিচ্ছেদ হওয়া হৃদয় সুজানার দ্বন্দ্ব চলছে এখনো। বিচ্ছেদের পর হৃদয় নাকি সুজানার নামে কাছের মানুষদের কাছে অপপ্রচার করে বেড়াচ্ছেন। এমন অভিযোগে সুজানা হৃদয়কে মুঠোফোনে এসএমএস করে হুঁশিয়ার করে দিয়েছেন।
সুজানা হৃদয়কে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাকে নিয়ে অপপ্রচার করলে প্রয়োজনে সে অন্যরকমভাবে প্রতিশোধ নিবে।
সুজানার অভিযোগ হৃদয় বিভিন্ন মানুষের কাছে গিয়ে এবং ফোন করে তার নামে দুর্নাম করে বেড়ান। হৃদয় যদি তার নামে অপপ্রচার করা বন্ধ না করে তাহলে সুজানা প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য ২০১৪ সালের ১ আগস্ট সঙ্গীত শিল্পী হৃদয় খান ও মডেল অভিনেত্রী সুজানা জাফর বালোবেসে বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। আর সাত মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।