হুয়েস্কার জালে বার্সেলোনার ৮ গোল
প্রকাশিত হয়েছে : ৯:৩৪:৪০,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
দলের সেরা তিন তারকা মেসি-নেইমার-সুয়ারেজ ছিলেন না। কিন্তু তারপরও দাপট দেখিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার ন্যু ক্যাম্পে একক আধিপত্য প্রদর্শন করে কাতালানরা ৮-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় হুয়েস্কাকে। এর ফলে দুই লেগ মিলিয়ে ১২-১ গোলে হেরেছে হুয়েসকা। প্রথম লেগে ৪-০ গোলে জয় পায় বার্সেলোনা।
মঙ্গলবার রাতে মাঠের ৪৪৮৮৪ দর্শকদের মাতিয়ে রাখেন পেড্রো। ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা ৫ গোল করে। যার ৩টি করেন পেড্রো। ২০, ২৬ ও ৪৩ মিনিটে গোল গুলো করেন এই স্ট্রাইকার। মাঝে মেসির পরিবর্তে মাঠে নামা সার্জিও রবার্তো ২৯ মিনিটে এবং জাভির পরিবর্তে মাঠে নামা ইনিয়েস্তা ৩৯ মিনিটে গোল করেন।
৫-০ গোলের লিড নিয়ে বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরে আরো ৩টি গোল করে কাতালানরা, তবে ১টি গোল হজমও করতে হয় তাদের। ৬৮ মিনিটে হুয়েসকার জালে ষষ্ঠ গোলটি করেন আদ্রিয়ানো কোরেয়া।
১০ মিনিটের ব্যবধানে আডমা তায়োরে সপ্তম গোল করেন। হুয়েস্কার জালে শেষ পেরেকটি ঠুকে দেন সান্ড্রো রামিরেস। ৮৩ মিনিটে গোলটি করেন রামিরেস। শেষ বাঁশি বাজার চার মিনিট পূর্বে কার্লোস মুরেনোর গোলে পরাজয়ের ব্যবধান কমায় হুয়েস্কা।