হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:২৪:৩১,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১০ নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে আল কায়দা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের একটি সংগঠন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ প্রসঙ্গে বলেছেন, হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর মাধ্যমে নতুন কোনো উগ্রবাদী শক্তির উত্থান ঘটতে চলেছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হুমকি দেয়া এক জিনিস আর আত্মপ্রকাশ ভিন্ন জিনিস।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘যে বিশিষ্ট নাগরিকদের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে তাদের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।’
উল্লেখ্য, বুধবার বিকেলে ডাকযোগে দেশের বিশিষ্ট নাগরিকসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে ইংরেজিতে লেখা একটি চিঠি পাঠিয়েছে আল কায়দা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩।
হুমকিপ্রাপ্ত ১০ নাগরিক হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাবির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম ও ইকবালুর রহিম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এছাড়া এই তালিকায় বিকাশ সাহা ও পল্টন সুতার নামে দুই ব্যক্তির নাম রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক সমকালকে বলেন, ‘বিষয়টি গোয়েন্দা সংস্থাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কারা এ ধরনের কাজ করছে খুঁজে বের করতে হবে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।’