‘হিজড়া প্রাইড’ উপলক্ষে সিলেটে র্যালী-আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৫:২৬:৫৪,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
হিজড়া প্রাইড-২০১৪ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালী করেছে হিজড়া সম্প্রাদায়। রোববার সকালে নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হওয়া র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে এসে সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন- হিজড়া যেন তাদের পরিবারের সাথে থাকতে পারে। এ বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। হিজড়া জনগোষ্ঠীর জন্য আবাসনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, তাদের জন্য উপআনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া প্রতিবন্ধী কোটায় হিজড়াদের চাকুরী নিশ্চিত করলে পদক্ষেপ নেওয়া যেতে পারে। সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা। এনজিও সংস্থা বন্ধুর প্রোগ্রাম স্পেশালিষ্ট একেএম আনিসুজ্জামান ও ডিআইসি ব্যবস্থাপক চাঁদনী আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে হিজড়া সম্প্রদায়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত দিক নির্দেশনা তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম প্রধান মো. ফসিউল আহসান। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, সরকার ২০১৩ সালের ১০ নভেম্বর হিজড়াজনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউএনএইএসযৌথভাবে কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালী, মেহেদি উৎসব, পরামর্শক সভা হিজড়া ও হিজড়াদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে উন্মোক্ত মেহেদি উৎসবের আয়োজন করা হয়।