হিজড়া জনপ্রতিনিধি নির্বাচিত করে ভারতে নতুন ইতিহাস
প্রকাশিত হয়েছে : ৭:১৮:১৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
গত ৪ জানুয়ারি ভারতে ছিল ইতিহাস গড়ার দিন। এদিন ভারত প্রথম একজন হিজড়া জনপ্রতিনিধি নির্বাচিত করে।
ভারতে ছত্তিশগড়ে রায়গড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে গত ৪ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন মধু কিন্নার নামে একজন হিজড়া। তিনি কোনো দলের ব্যানারে নির্বাচন করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী মহাবীর গুরুজিকে ৪ হাজার ৩শ’ ৫৭ ভোটে পরাজিত করেন।
নির্বাচনের আগে ৩৫ বছর বয়সী কিন্নার হাওড়া-মুম্বাই ট্রেনগুলোয় নাচ-গান করে জীবিকা নির্বাহ করতো। যখন তাকে স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করতে বলা হল, তখন থেকে তিনি এপথ পরিহার করেন। তিনি বলেন, শুধুমাত্র জনগণের সমর্থন ছিল বলেই আমি নির্বাচনে এসেছি এবং জয়লাভ করেছি।
তিনি আরো বলেন, জনগণ আমাকে বিশ্বাস করেছে। আমি এই জয়কে জনগণের ভালোবাসার নিদর্শন হিসেবে নিচ্ছি এবং আমার সর্বোচ্চ দিয়ে তাদের স্বপ্ন সত্যি করার চেষ্টা করবো।