হিউজের জন্য উৎসর্গ “বাংলাদেশের জয়”
প্রকাশিত হয়েছে : ৬:০৯:৫৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
খেলাধুলা ডেস্ক :: ফিল হিউজের করুণ মৃত্যু ছুঁয়ে গেছে সারা পৃথিবীকে। হিউজের মৃত্যুতে ক্রিকেটের ওপরই অভিমান হয়েছে মাশরাফির। তার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করলো বাংলাদেশ ক্রিকেট দল।
জিম্বাবুয়েকে হারিয়ে জয়টা ফিল হিউজের জন্যই উৎসর্গ করলো বাংলদেশ ক্রিকেট দল। শুধু তাই নয় প্রত্যেক ক্রিকেটার নিজ নিজ ব্যাটের মাথায় ক্যাপ রেখে স্মরণ করলো হিউজের স্মৃতি। তারই একটা ছবিতে ধরা পড়লেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কতটা কাতর বাংলাদেশ অধিনায়ক, সেটাই ফুটে উঠেছে যেন এই ছবিতে।