হিংসায় পুড়ছেন হ্যাপি
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৩৪,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: সম্প্রতি শোনা যাচ্ছে বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেন বিশ্বকাপ খেলা শেষে দেশে ফিরে বিয়ে করবেন। এ খবর শোনার পর থেকেই রুবেলের এক সময়ের প্রেমিকা নাজনিন আক্তার হ্যাপি হিংসায় তুষের আগুনে পুড়ছেন।
এ প্রসঙ্গে হ্যাপির সাথে যোগাযোগ করা হলে তিনি প্রিয়.কমকে বলেন, রুবেল কি করে এ কাজ করতে পারে। সে অন্য মেয়েকে কি করে বিয়ে করতে পারে।
এ সময় তিনি আরও বলেন, রুবেল আমাকে বিয়ে না করলে অন্য কোন মেয়েকে বিয়ে করতে পারবে না। কারণ হিসেবে হ্যাপি বলেন, রুবেল এক সময় আমাকে তার স্ত্রী বলতো। তাই রুবেলের স্ত্রীর রূপে অন্য কোন মেয়েকে আমি দেখতে পারবো না।
এ সময় সে আরও বলেন, বিভিন্ন অনলাইন পোর্টালে খবর এসেছে রুবেল বিয়ে করলে আমি নাকি আত্মহত্যা করবো। কিন্তু আসলে আমি এ রকম কোন কথাই বলিনি। আমি আত্মহত্যা কোন সময়ই করবো না।
হ্যাপি এ সময় আরও জানান, বিশ্বকাপে বাংলাদেশের খেলা শেষে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। যা খুব শিঘ্রই রিকোভার করা হবে।