হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছেন স্বামী
প্রকাশিত হয়েছে : ৬:২০:৪৭,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তৃষ্ণা দেবনাথ (১৯) নামে এক গৃহবধূর লাশ ফেলে লাপাত্তা হয়ে গেছেন তার স্বামী প্রবীর দেবনাথ।
রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
যশোর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তৃষ্ণা দেবনাথ কেশবপুর উপজেলার ডোয়ারহাট গ্রামের তপন দেবনাথের মেয়ে। তার স্বামীর বাড়ি বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
জানা যায়, প্রবীর দেবনাথ তার স্ত্রী বিষপান করেছেন বলে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। কিন্তু তৃষ্ণাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর প্রবীরকে খুঁজে পাওয়া যায়নি। মৃতদেহের ঘাড়ের পাশে দুই স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ডা. আবদুর রশিদ। তবে তৃষ্ণা আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয় বলে জানান চিকিৎসক।
তৃষ্ণার বড় বোন তপতী রানী জানান, ২০১২ সালে প্রবীরের সঙ্গে পারিবারিকভাবে তৃষ্ণার বিয়ে হয়। বেকার প্রবীর যৌতুকের দাবিতে তৃষ্ণার ওপর নির্যাতন করতেন বলে তপতী অভিযোগ করেন।