হালিশহরে কাভার্ড ভ্যানের ডিজেল ট্যাংক বিস্ফোরিত, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:২৬:১৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর হালিশহরে কাভার্ড ভ্যানের ইঞ্জিন মেরামতের সময় ডিজেল ট্যাংক বিস্ফোরিত হয়ে মো: মাসুম (২৫) নামের ইঞ্জিন মিস্ত্রী মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হওয়া তার ছোট ভাই মো: মাসুদকে (১৮) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হালিশহর শারীরিক শিক্ষা কলেজের পাশে বক্করের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
আহত ও নিহত দুই সহোদর কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোঃ খালেদ মুন্সির পুত্র।তেলের বিস্ফোরণ
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান ঘঁটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে অসতর্কতাবস্থায় কাজ করার সময় তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে দুই সহোদরের একজন নিহত ও অপরজন গুরুতর হন। আহত মো: মাসুদকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত মো: মাসুদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ।