হামহাম জলপ্রপাত থেকে ফেরার পথে পর্যটকদের মোবাইল, ক্যামেরা, টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১:৪১:০৬,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
এম. মছব্বির আলী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা হামহাম জলপ্রপাত দেখে ফেরার পথে ছিনতাইকারীরা পর্যটকদের মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ও নগদ টাকা নিয়ে গেছে। ছিনতাইকারীদের হামলায় ৩ জন পর্যটক আহত হয়েছেন। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় হামহাম জলপ্রপাত থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটকরা স্থানীয় গাইড ইকবাল হোসেনকে নিয়ে কমলগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত হামহাম জলপ্রপাত দেখতে যান। ফেরার পথে পর্যটকরা হামহাম জলপ্রপাত সংলগ্ন জনৈক ধরম পাশীর চা-ষ্টলে চা খাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পিছু ধরে। কিছুদুর যাওয়ার পর ৫/৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে পর্যটকদের কয়েকটি মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময়ে বাঁধা দিলে ছিনতাইকারীরা পর্যটকদের আক্রমন করে। ছিনতাইকারীদের আক্রমনে শহিদুল ইসলাম (২৮), রফিক পালোয়ান (৩০) ও জান্নাতুল ইসলাম (৩৩) নামের তিন পর্যটক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পর্যটকরা বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। বিকাল সাড়ে ৫ টায় কমলগঞ্জ থানার এসআই শামীমুর রহমান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে আহত পর্যটকদের দেখতে যান এবং ছিনতাইয়ের বিষয়টি অবহিত হন। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।