হামলা সম্পর্কে আগেই জানত পাক সরকার
প্রকাশিত হয়েছে : ৭:০৩:৩৩,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা সম্পর্কে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকারকে কয়েক মাস আগেই সতর্ক করেছিল গোয়েন্দা বিভাগ। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
খাইবার-পাখতুনখাওয়া’র স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, উপজাতি এলাকা ওরাকাজি’র তালেবান কমান্ডার খাকসার দলের অন্য দুই সন্ত্রাসী বিলাল এবং ওবায়দুল্লাহকে নিয়ে সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা করছেন বলে তাদেরকে জানানো হয়েছিল। এ নিয়ে স্থানীয় সরকারকে গত ২৮ আগস্ট লিখিতভাবে সতর্ক করা হয়েছিল।
হামলা সম্পর্কে আগেই জানত পাক সরকারওই সতর্কবাণীতে এটাও উল্লেখ করা হয়েছিল, বিলাল এবং ওবায়দুল্লাহ তাদের সহযোগীদের নিয়ে হামলার টার্গেটগুলো পরিদর্শণ করতে শুরু করেছেন। সেনা কর্মকর্তাদের সন্তানরাই যে তাদের হামলার লক্ষ্যবস্তু এ বিষয়েও স্থানীয় সরকারকে সতর্ক করা হয়েছিল। তারা এমন একটা হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছিল, যাতে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েদের হত্যা নিশ্চিত হয়।
আগস্টে প্রচারিত ওই বার্তায়, যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করারও আহ্বান জানান হয়েছিল। হামলার এই সতর্ক বার্তার বিভিন্ন অনুলিপি খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তারা এই জঙ্গি হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বরের ওই সন্ত্রাসী হামলায় ১৪২ জন নিহত হয়েছিল যাদের বেশিরভাগই স্কুলশিশু। এ হামলাকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামলার পর সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সন্ত্রাসবাদ মামলায় দোষি সাব্যস্তদের শাস্তি নিশ্চিত করতে মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।