হামলার ঘটনায় কোতয়ালী থানায় রজত গুপ্তের মামলা
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৩৮,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি। রোববার রাতে কোতয়ালী থানায় রজত বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামী করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, রজতের পক্ষ থেকে রোববার রাত ১২টার দিকে মামলাটি দায়ের করা হয়। পুলিশ মামলাটি রেকর্ড করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিচ্ছে।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস-এর কনসার্ট চলাকালে ছাত্রলীগ নেতা পারভেজের নেতৃত্বে কয়েকজন কর্মী সেখানে বিনা টিকেটে ঢুকতে চায়। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে তারা আয়োজকদের ওপর হামলা চালায়। এ সময় সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তকে সেখানে পেয়ে তারা তার ওপরও হামলা চালানো হয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। রজত বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, এ ঘটনায় আহত সায়মন মিয়ার বাবা মুক্তিযোদ্ধা জহির আলম বাদী হয়ে শনিবার পারভেজ সহ ১৩ ছাত্রলীগ নেতা-কর্মী এবং অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হলো।