হামলায় ৫ রামেক শিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৫৭,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বহিরাগতদের হামলায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বেলা ১১টায় রামেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শিক্ষার্থীরা রামেক অধ্যক্ষের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবি ও বহিরাগতদের ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
হামলায় আহতরা হলেন- এমবিবিএস ৫৪ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল, ফয়সাল, আব্দুল আলিম, নাহিদ ও ৫২তম ব্যাচের শিক্ষার্থী তামিম ইসলাম।
রামেক শিক্ষার্থীদের কয়েকজন জানান, শুক্রবার রাতে ক্যাম্পাসের ভেতর দিয়ে হোস্টেলের দিকে যাচ্ছিলেন এমবিবিএস ৫৪তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ও ফয়সাল। পথে ডা. আয়েশা সিদ্দিকা হোস্টেলের সামনে তিন জন অপরিচিত ব্যক্তি তাদের পথরোধ করে দাঁড়ায়। ওই সময় এমবিবিএস ৫২তম ব্যাচের চার শিক্ষার্থী ওই পথ দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। রামেক শিক্ষার্থীরা বহিরাগতদের ধরে শহীদ মুক্তিযোদ্ধা নুরুন্নবী ছাত্রাবাসে নিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা আটককৃতদের সামান্য মারপিট করেন। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে, নাম ঠিকানা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ঘটনার ৩০ মিনিট পরে ৫টি মোটরসাইকেলে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে নুরুন্নবী হোস্টেলের ১০৪ নম্বর রুমে ঢুকে ফয়সাল, রাশেদুলসহ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হোস্টেলের শিক্ষার্থীরা কোনকিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে রাশেদ ও ফয়সালকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।