হাইকোর্টে মিয়া, খোকনসহ ছয়জনের জামিন
প্রকাশিত হয়েছে : ৭:৫০:২৪,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিচারপতির গাড়ি ভাংচুর ও পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ পাচঁজনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
খোকন বাদে অন্যান্য আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ফাহিমা নাসরিন মুন্নি, শরিফ ইউ আহমেদ ও লিপি আকতার।
হাইকোর্টের বিচারপতি এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মুহাম্মদ আলী, শম রেজাউল করিম, আওসাফুর রহমান বুলু।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যার্টনি জেনারেল ছিলেন ব্যারিস্টার বসিরউল্লাহ।
এর আগে গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার পুলিশের এসআই মাহবুবুল আলম শাহবাগ থানায় তাদেরকে সহ প্রায় দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
গত ৫ জানুয়ারি সোমবার ২০ দলীয় জোট ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল থেকে এক বিচারপতির গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে আইনজীবীদের হামলায় পুলিশ সদস্য মোস্তাফিজুর আহত হয়।
অপরদিকে হাইকোর্টের একই বেঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়।