হলুদ ড্রেসে স্টেডিয়ামে হ্যাপি
প্রকাশিত হয়েছে : ২:২৬:৩২,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
বিনোদন ডেস্ক::
‘গোয়িং টু মিরপুর’-ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। কথাও রেখেছেন তিনি। ঠিকই বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন হ্যাপি।
সিরিজের ব্রডকাস্ট চ্যানেল গাজী টিভির পর্দাতেও দেখা গেছে তাকে। গ্যালারিতে বসেছিলেন হলুদ ড্রেস পরা হ্যাপি। স্ট্যাটাসে ম্যাচের টিকিটসহ ছবি দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন হ্যাপি। সেইমামলায় খালাস পেয়েছেন রুবেল। ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্কের কারণে বাংলাদেশে এখন আলোচিত অভিনেত্রী তিনি।
অতীতে খেলা দেখা বিষয়ে অনীহার কথা জানালেও এদিন ঠিকই খেলা দেখতে এসেছেন হ্যাপি। বাংলাদেশ দলের একাদশেও রয়েছেন রুবেল। বড় পর্দায় হ্যাপিকে যখন দেখানো হয় তখন বৃষ্টিতে বন্ধ ছিল ম্যাচ। বড় পর্দায় হ্যাপির এই দর্শন নিশ্চয়ই হয়তো রুবেলেরও চোখে পড়েছে।