হলিউডের সিনেমার শুটিং সুন্দরবনে! (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ৫:৩২:১২,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:
প্রথম বারের মত বাংলাদেশে শুটিং হল হলিউডের কোন সিনেমার। ‘রোআর’ নামের এই সিনেমার বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশে।
কামাল সাদানা পরিচালিত এই চলচ্চিত্রে হলিউডের অভিনেতাদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেরও বেশ কিছু অভিনেতা। এর মধ্যে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনাব শুক্লা ও হিমারশা ভেঙ্কটসকে।
ছবিটির কাহিনীর শুরু হয়েছে প্রধান চরিত্র অভিনাব শুক্লার ভাইয়ের হত্যার মধ্য দিয়ে। এর পর কাহিনী এগোতে থাকে নায়কের ভাইয়ের প্রতিশোধ নেয়ার জন্য সুন্দরবনে আসা আর এখানেই ঘটতে থাকা কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে।
হলিউডের মুভি হলেও নায়িকা হিমারশার বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যের ধারণ করা হয়েছে বলিউড ঢঙ্গে।
এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।