হরতাল চলাকালে নগরীতে জামায়াতের পৃথক পৃথক মিছিল
প্রকাশিত হয়েছে : ২:২২:৪০,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি দেয়া ন্যায়ভ্রষ্ট মৃত্যুদন্ডাদেশের রায় প্রত্যাহারের দাবীতে জামায়াত কেন্দ্র আহুত ৭২ ঘন্টার হরতাল কর্মসুচীর ২য় দিন রোববার হরতাল চলাকালে সকাল থেকেই নগরীর সকল গুরুত্বপুর্ন পয়েন্টে পিকেটিং শেষে পৃথক পৃথক স্থানে মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। রোববার সকালে হরতাল চলাকালে নগরীর আম্বরখানা, মদীনা মার্কেট, কাজীটুলা, মেডিকেল রোড, শাহপরান গেইট ও দক্ষিণ সুরমা এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মুনিম, শামীম আহমদ, মু. আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মু. আনোয়ার আলী, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মাহমুদুর রহমান দিলওয়ার, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মু. আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাশুক আহমদ প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকার কোন নিয়ম-নীতি, আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করেই একের পর এক শীর্ষ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের রায় প্রদান করে জামায়াত নির্মুলের ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে। অবিলম্বে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নিরীহ-নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দের প্রতি বিচারের নামে অবিচার বন্ধ করুন। আমীরে জামায়াত সাবেক সফল শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া ন্যায়ভ্রষ্ট মৃত্যুদন্ডাদেশের রায় জাতি প্রত্যাখ্যান করে জামায়াত আহুত ৭২ ঘন্টার হরতালের ২য় দিন রোববারও দেশবাসী স্বত:স্ফুর্ত হরতাল পালন করেছে। এই অন্যায় রায় বাতিল করে আমীরে জামায়াতসহ নিরীহ নেতৃবৃন্দকে মুক্তি দিন। অন্যথায় আওয়ামীলীগকে ইতিহাসের লজ্জাজনক পরিনতি বরন করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তি