হরতাল ও অবরোধ বিরোধী আইন হবে : সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:০৬:১৬,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
মৌলভীবাজার প্রতিনিধি::
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, আগামীতে বাংলাদেশে হরতাল ও অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর আইন করা হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভাটেরা ইউনিয়নবাসীর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যারা নাশকতায় জড়িত, তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনে জনগণের অংশগ্রহন নেই। জনসমর্থন না থাকায় বিএনপি-জামায়াত সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাস পোড়াচ্ছে, পেট্রোলবোমা হামলা করে সাধারণ মানুষ হত্যা করছে তারা।
ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকমল আলী সিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বাচনী বোর্ডের অন্যতম সদস্য পুলিশের সাবেক আইজিপি (বিবিএম) সৈয়দ বজলুল করিম, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সিলেট ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সফিউল আলম নাদেল, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যান মো. সিরাজ মিয়া, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া আহমদ প্রমুখ।
পরে যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ সিদ্দিকী সেলিমের পক্ষ থেকে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকার চেক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রদান করেন মন্ত্রী।