হরতাল অবরোধ বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি এফবিসিসিআইয়ের
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:০৮,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হরতাল ও অবরোধ বন্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এফবিসিসিআই নেতারা।শনিবার এফবিসিসিআই সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি প্রেসিডেন্ট মনোয়ারা হাকীম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ অন্যান্য পরিচালকেরা।কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, রাজধানীসহ সারা দেশে বিরাজমান সহিংসতা ও অবরোধের ফলে অর্থনৈতিক সেক্টরে অস্থিরতা বিরাজ করছে।তিনি বলেন, হরতাল-অবরোধের মতো অসুস্থ রাজনীতির বলি হচ্ছেন ব্যবসায়ীরা। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠন তাকে দায়িত্ব দিয়েছে।বিরাজমান রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ব্যাংকের সুদ মওকুফের আহবান জানান কাজী আকরাম উদ্দিন আহমেদ।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, উৎপাদন ব্যবস্থা বন্ধ থাকা সত্ত্বেও শিল্প প্রতিষ্ঠানের খরচ মেটানোর জন্য অতিরিক্ত সুদ পরিশোধ করতে হচ্ছে। ফলে ব্যাংকের শ্রেণীবিন্যাসকৃত ঋণের পরিমাণ আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে। এটি ব্যাংকিং ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য অতীতে আমরা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার অনুরোধ করেছি। কিন্তু আমাদের কথা তারা শোনেনি।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, অবরোধে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় উৎপাদন ও পণ্য পরিবহন ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। এতে উৎপাদন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিহারা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা।