হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবীতে পথ শিশু ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২:০০:৫২,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
বাংলাদেশের চলমান পরিস্থিতির উন্নয়নের লক্ষে এবং এস এস সি পরীক্ষার্থীদের সুপরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবীতে পথ শিশু পাঠশালা ঘাসিটুলা উদ্যোগে রবিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে বিকাল ৩টা সময় মানববন্ধন পালন করা হয়।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সেলিম আহমদ,ঘাসিটুলা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী মো: মোস্তফা কামাল, পথ শিশু পাঠশালা প্রতিষ্টাতা রকিব আল মাহমুদ,সেলিম উদ্দিন আহমদ,মোনোয়ারা বেগম,আব্দুল মনা চৌধুরী,মনিরুল ইসলাম,গোলাম কিবরীয়া,স্বপন বর্মণ,লাকী আক্তার নুপুর,আক্কাছ খান,মারুফ আহমদ,আব্দুল জলিল লেবু,বিদুৎ দাস,আব্দুল কুদ্দুশ,ইরান আহমদ,আশরাফ আহমদ ও এসরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন দেশের চলামান পরিস্থিতির জন্য আমাদের স্কুল গামী ছাত্র-ছাত্রীদের বিপদ গস্থ হচ্ছে । এস এস সি পরিক্ষা দিতে রাস্তায় বের হতে চাচ্ছেনা কারণ যে কোন সময় রাস্তায় গাড়ীতে পেল্ট বোমা দিয়ে আগুন ,ভাংচুর সহ বিভিন্ন কর্মকান্ট ঘটনা ঘটে যাছে। আসলে স্কুল গামী ও এস এস সি পরিক্ষার্থীরা ওরাতো আমাদের সন্তান তাই ছোট ছোট ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এবং সুস্থভাবে পরিক্ষা দেওয়ার দাবী জানীয়ে ২০ দলীয় জোটের বিএনপি চেয়াপারসনের বেগম খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করা জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়।-বিজ্ঞপ্তি