হরতাল-অবরোধসহ রবিবার থেকে আসছে আরও কঠোর কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৩১,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দাবি না মানলে আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুমিকি দিয়েছে ২০ দলীয় জোটের শীর্ষ সংগঠন বিএনপি। চলমান অবরোধ-হরতাল কর্মসূচির পাশাপাশি পালন করা হবে বিক্ষোভ-মিছিলের মতো অন্যান্য কর্মসূচিও। তবে সামনের কর্মসূচি আরও কঠোর হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য দাবি না মানলে আগামী রোববার থেকে চলমান অবরোধের পাশাপাশি হরতালসহ আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।
বিবৃতিতে সালাহ উদ্দিন জানান, বিএনপি জোটের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার থেকে সারা দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরে এবং সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা।