হরতালে বুধবারের পরীক্ষাও পেছালো
প্রকাশিত হয়েছে : ১১:০৪:১৩,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বুধবার থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। যদিও গত সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
হরতালের কারণে সোমবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়। সেই হিসেবে শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি পরীক্ষাটি পিছিয়েছেন বলে জানান।
নাহিদ বলেন, ‘শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের ভয়, ভীতি ও উদ্বেগের কথা মাথায় রেখেই এবারও পরীক্ষা পরিবর্তন করতে বাধ্য হলাম। তবে আশা করি বিএনপি আর হরতাল দেবে না।’
এর আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি বহুবার ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছি পরীক্ষার সময় যেনো হরতাল না ডাকেন। এবং তাদের হরতাল প্রত্যাহারেরও কথা বলেছি। আশা করেছিলাম তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করবে। কিন্তু উল্টো তারা হরতাল ডেকেছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে।’