হরতালের ২য় দিনে শিবিরের মিছিল-পিকেটিং
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:২৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু.আব্দুর রাজ্জাক বলেছেন, অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশ ও ইসলাম বিরোধী ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। সরকার পতন আন্দোলন থেকে পিঠ বাঁচানোর জন্য মিথ্যা মামলায় প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালকে ব্যবহার করে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ভয় দেখানোর চেষ্টা করছে। প্রহসনের রায় দিয়ে জাতীয় নেতৃবৃন্দদের হত্যার ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ছাত্রশিবির শাহাদাতের তামান্না নিয়ে সরকারের দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজনে জীবন দিবে তবুও নেতৃবৃন্দকে মুক্ত না করে ছাত্রসমাজ ঘরে ফিরবে না।
তিনি রোববার আমীরে জামায়ত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অন্যায় রায়ের প্রতিবাদে ডাকা ৩ দিনের হরতালের ২য় দিনের হরতাল চলাকালে মহানগর শিবিরের মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। নগর সেক্রেটারী মাশুক আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নগর অফিস সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, মদন মোহন কলেজ সেক্রেটারী মু. কয়েস উজ্জামান, বিমানবন্দর থানা সভাপতি রেজাউল করিম।
সংবাদ বিজ্ঞপ্তি