হরতালের সমর্থনে মৌলভীবাজারে জামায়াতের রাস্তা অবরোধ ও মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:১৫,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
২০দলীয় জোটের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী হরতাল চলাকালে রবিবার মৌলভীবাজারে রাস্তায় অবরোধ, মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা। নেতাকর্মীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর দুপুর ২.০০টায় মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সেন্ট্রাল রোডের মধ্যখানে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইন্জিনিয়ার এম সাহেদ আলী, পৌর জামায়াতের আমীর ইয়ামীর আলী, সদর আমীর আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার শহর শিবিরের সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, শহর স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল করিম প্রমূখ।-বিজ্ঞপ্তি