হবিগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৩৯,অপরাহ্ন ০২ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুরে কাউছার মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির সদস্যরা উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালায়। এসময় তারা হাদিস মিয়ার ছেলে মাদক সম্রাট কাউছার মিয়াকে (৩০) ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০ বোতল ভারতীয় মদসহ আটক করে।
তিনি আরও জানান, কাউছারের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে সকাল ১০টার দিকে কাউছারকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯০ এর ২২ এর (খ)ধারা অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত কাউছারকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।