হবিগঞ্জে বিষপানে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:২৬:২৫,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের লাখাই’র পূর্ব বুল্লা গ্রামে স্কুলে যেতে বাঁধা দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে শিউলি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী বিষপানে মারা গেছে।
শিউলির পারিবারিক সূত্র জানায়, পূর্ব বুল্লা গ্রামের ইদু মিয়ার কন্যা পূর্ব বুল্লা প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী শিউলি আক্তার প্রায়ই তার বাড়ির শিশুদের সাথে ঝগড়া করতো। এই ঝগড়া দিনদিন অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে শিউলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভেবে তার মা-বাবা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন।
গতকাল রবিবার সকালে শিউলি স্কুলে যেতে চাইলে তার মা বাঁধা দেন। পরে সকলের অগোচরে সে বিষপান করে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এ দৃশ্য দেখে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় সে হাসপাতালে মারা যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে গতকাল সন্ধ্যায় শিউলির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।