হবিগঞ্জে বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৫৯,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পুলিশের ওপর হামলা, পেট্টোল বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের অভিযোগে হবিগঞ্জ পৌর কাউন্সিলর, জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদল আহ্বায়কসহ বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ।
রবিবার রাত ১২টায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করে। এর মধ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, সাবেক কাউন্সিলর নানু মিয়া, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদল আহ্বাবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ ৩০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
বিস্ফোরণের অভিযোগে পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে। এছাড়া পুলিশ সুপারের বাসভবনের সামনে পেট্টোল বোমা হামলার অভিযোগে ডিবির এসআই সুদীপ রায় বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ৩০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।
হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, পুলিশ পৃথক তিনটি মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।