হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ ১০
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৪৫,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। এসময় বিএনপি সমর্থকরা দুটি গাড়ি ভাঙচুর করেছে। রবিবার দুপুরে শহরের বাইপাস এলাকার পৌদ্দাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, দুপুরে শহরের বাইপাস এলাকার পৌদ্দাবাড়ির সামনে বিএনপির সমর্থকরা দুটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ গুলি ছুড়লে বিএনপির ৫ কর্মীসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া নামে এক যুবককে আটক করে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম জানান, পুলিশের গুলিতে জেলা যুবদলের সাবেক সাংগঠনক সম্পাদক শামসুল ইসলাম মতিন, স্বেচ্ছ্বাসেবক দল সদর উপজেলা আহ্বায়ক এম এ মান্নান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুবদল নেতা কোহিনুর মিয়া ও শাহাব উদ্দিনসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।
তবে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার সাজ্জাত ইবনে রায়হান জানান, বিএনপির নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।