হবিগঞ্জে নয়টি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৮:৫০:১৭,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
হবিগঞ্জ প্রতিনিধি: বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারণ প্রকল্প ও বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন উদ্বোধনসহ নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার হবিগঞ্জ সফরে এসে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এদিন ঢাকা থেকে হেলিকপ্টার হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী বেলা পৌনে ১২টার দিকে। পরে সেখান থেকে সড়ক পথে গ্যাসফিল্ডে পৌঁছান। সোয়া ১২টার দিকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জ্বালানি বিষয়ক উপদেষ্ঠা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সাংসদ আবদুল মমিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদসহ অন্য কর্মকর্তারা।
এরপর বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকেলে হবিগঞ্জ নিউফিল্ডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারই তিনি ঢাকায় ফিরে আসবেন।