হবিগঞ্জে টেম্পু উল্টে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:২৫:২৪,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট সড়কে যাত্রীবাহী টেম্পু উল্টে নাঈম মিয়া (১৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
নিহত নাঈম মিয়া (১৬) চুনারুঘাট উপজেলার হাতুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টেম্পু চুনারুঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছয় যাত্রী আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর নাঈমের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।