হবিগঞ্জে এলাকাবাসীর সঙ্গে র্যাবের সংঘর্ষ, গুলি : ঠিকাদারকে ধরে নিয়ে গেল র্যাব
প্রকাশিত হয়েছে : ১১:২৬:১৪,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি প্রকল্পের কার্যাদেশ পাওয়া এক ঠিকাদারকে ধরে নেয়ার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমপ্রতি ভরগাঁও গ্রামে পেট্রোবাংলা দৈনিক ৫ হাজার ব্যারেল অকটেন শোধনাগার নির্মাণ প্রকল্পের কার্যক্রম হাতে নেয়। মূল প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে মাটি ভরাটের সাব লিজ নেয় স্থানীয় ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা ৩০ লাখ টাকা জামানত দিয়ে কাজ শুরু করে। স্থানীয়রা সাড়ে ৪ টাকা বর্গফুট হিসাবে মাটি ভরাট কাজ শুরু করে। তাদের কাজের বিল বাবদ প্রায় ৩০ লাখ টাকা বকেয়া থাকা অবস্থায় সিলেটের আনাস কোম্পানি সেখানে মাটি ভরাটের কাজ নেয়। তারা সাড়ে ৬ টাকা বর্গফুট হিসেবে কাজ নেয়। স্থানীয়রা এতে বাধা দিলে সিলেট অঞ্চলের এক মন্ত্রীকে ম্যানেজ করে তারা কাজ শুরুর চেষ্টা করে। এতে স্থানীয়রা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ১৩ই জুন জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই। তিনি হবিগঞ্জের বিষয়ে মৌলভীবাজার জেলার মন্ত্রীর হস্তক্ষেপের প্রতিকার চান। জেলা আওয়ামী লীগ থেকে বিষয়টি কেন্দ্রে জানানোর সিদ্ধান্ত হয়। এদিকে বুধবার সকালে খবর আসে সিলেটের আনাস কোম্পানি ভরগাঁও এসে কাজ শুরু করতে পারে।
এ খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় অবস্থান নেয়। পুলিশও ঘটনাস্থলে যায়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর একটি দল প্রকল্প এলাকায় এলে এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। র্যাব ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে র্যাব-৯ এর সিইও অতিরিক্ত পুলিশ সুপার মনির হোসেনসহ র্যাবের ৪ সদস্য এবং স্থানীয় ৬ জন আহত হন। পরে র্যাব সদস্যরা ঠিকাদার শাহেদ চৌধুরীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এতে উত্তেজিত জনতা সকাল ১০টা থেকে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।
বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান, পেট্রোবাংলার ওই প্রকল্পের মাটি ভরাটের কাজ নিয়ে এখানে বিরোধ চলে আসছে। ঠিকাদার শাহেদ চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ায় ভরগাঁও ও আশপাশের তিন গ্রামের লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাব-৯ এর সিইও মনির হোসেন জানান, ভরগাঁও এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে র্যাব সেখানে যায়। সেখানে পুলিশের গাড়ি থাকলেও র্যাব যাওয়া মাত্র স্থানীয় লোকজন ইট-পাটকেল ও গুলিবর্ষণ শুরু করে। র্যাবও আত্মরক্ষা করতে গিয়ে পাল্টা গুলি ছুড়ে। তিনি জানান, আটককৃত শাহেদ চৌধুরী একজন বাসচালক হয়ে কোটি টাকার মালিক হয়েছেন। তিনি সরকারি প্রকল্পের কাজে বাধা দিয়ে আধিপত্য বিস্তার করতে চান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, র্যাব একজন চিহ্নিত চাঁদাবাজকে ধরার জন্য অভিযান চালিয়েছিল। এসময় চাঁদাবাজের সহযোগীরা র্যাবকে বাধা দেয়ার চেষ্টা করে। র্যাব ওই চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করেছে।
কৃতজ্ঞতা : মানবজমিন