হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৪৭,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: হবিগঞ্জের বানিয়াচংয়ে ময়না মিয়া (৬২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সদরের যাত্রাপাশা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত ময়না মিয়া ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের সদস্য।
ওসি রাশেদ মোবারক জানান, লাশের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।