হবিগঞ্জের চুনারুঘাটে বৃদ্ধ মাকে খুন করলো ছেলে
প্রকাশিত হয়েছে : ১২:১১:২৬,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
হবিগঞ্জের চুনারুঘাটে এক বৃদ্ধ মাকে খুন করলো ছেলে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার তারাসুল গ্রামে আজগর আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধা হালিমা বানু (৬০) ও ছেলে শফিক মিয়ার (৩২) মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ছেলের অত্মাচারে অতিষ্ট হয়ে বৃদ্ধা হালিমা গত প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার রাজাকোণা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকছেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি ফিরে আসলে পথে বাড়ির অদুরে তারাসুল গ্রামের রাস্তায় ছেলে শফিকের সাথে তার দেখা হয়। এ সময় মা-ছেলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শফিক তার হাতে থাকা ধান কাটার কাস্তে দিয়ে মা হালিমাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই হালিমা বানু মৃত্যুবরণ করেন।
নিহত হালিমা বানু একই উপজেলার রাণীগাঁও ইউনিয়নের মিরাশী গ্রামের মহরম আলী ওরফে ডুপি লাগাউরার স্ত্রী। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।