হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১০:১০:৪৫,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জে একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা পারভীন এ দণ্ড দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামের মোছাব্বির মিয়া, একই গ্রামের সুলতান মিয়া, আলী হায়দার ও আব্দুল গফুর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট সদর উপজেলার আউড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে কুটি চান বিবি নামে এক নারী নিহত হন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে ফুল মিয়া বাদী হয়ে শতাধিক ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।