হত্যা মামলায় দুই জেএমবির সদস্যের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:০৯,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনাল।
বুধবার ওই ট্রাইব্যুনাল বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহমান ওরফে ফাহাদ আলাল।
রায় ঘোষণার পর আসামির কাঠগড়ায় থাকা সাইফুল ইসলাম বিচারকের উদ্দেশে বলেন, ‘স্যার আমি তো হাইকোর্টে একটা মামলা করেছি। আমার বয়স তো তখন স্যার চৌদ্দ বছর ছিল। আমার সমস্ত সার্টিফিকেট আদালতে দিয়েছি। স্যার আমার প্রতি একটু দয়া করুন।’
এ মামলাটিতে ২৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল থানাধীন বামনা বাইপাস ট্রাফিক পোস্টে তল্লাশীর সময় অস্ত্র ও গোলাবারুদসহ আটক হন মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহমান ওরফে ফাহাদ আলাল।
এসময় আটককৃতদের গুলিতে মামলার বাদী ও পুলিশ পরিদর্শক মো. আব্দুর রব, কনস্টেবল সিরাজ এবং পুলিশের সোর্স জয়নাল আহত হন। পরে পুলিশের সোর্স জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় টাঙ্গাইল থানায় ওইদিনই একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।