হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৪৫,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নারায়নগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়নগঞ্জের একটি আদালত। রায়ের সময় আসামিরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ছয় আসামি হলেন- সোলেমান, রিপন, জাহঙ্গীর, আক্কাস, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন।
নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি সহিদুল আলম চৌধুরী সোমবার এই রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মনির হোসেন। পথে হুরগাঁও ভোলাইখালী সড়কে ৭/৮ জনের একটি ডাকাত দলের কবলে পড়েন তিনি। ডাকাতরা তাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও এক হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মনির কয়েকজনকে চিনে ফেলায় তারা তার হাত-পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে স্থানীয়রা মনিরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মনিরের স্ত্রী হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় আসমিকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১১ জনের সাক্ষ্য শুনে বিচারক ছয় আসামিকে দোষী সাব্যস্ত করেন।