সড়ক পখে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:১১,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের চেয়ে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আর সড়ক দুর্ঘটনা কি করলে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষে কাজ করছেন সরকার। বরিবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, এক সময় দেশের সবচেয়ে সুন্দর নগরী ছিল বরিশাল। এখন ইজিবাইক এই শহর দখল করে নিয়েছে। যান্ত্রিক যানবাহনের লাইসেন্স দেয়ার কথা বিআরটিএ’র। কিন্তু সিটি কর্পোরেশন কিভাবে এসব লাইসেন্স দিচ্ছে সেটি দেখতে হবে।
বরিশাল-ঢাকা মহাসড়কে চার লেনের বিষয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মিত হলে ফোর লেনের কাজ এগিয়ে যাবে। পায়রা সমুদ্র বন্দরের উন্নতির পাশাশপাশি অনান্য সড়কের কাজও সম্পন্ন হবে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিমসহ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।