সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪
প্রকাশিত হয়েছে : ৬:২৩:৪৫,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, এসময় আহত হয়েছে আরো ৪জন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের নারায়ণপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে । তবে নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বানারিপাড়া থানার ওসি জিয়াউল হক জানান, বরিশাল থেকে বানারীপাড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ১০ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।