সড়ক দুর্ঘটনায় আ’লীগ লীগ নেতা নিহত, আহত ২
প্রকাশিত হয়েছে : ৬:১৫:০৩,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নোয়াখালীতে মালবাহী হ্যান্ডট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন কবির (২৬) নামের এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোও ২ জন আহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট-পৌরনবিবি সড়কের টেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ন কবির সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ রাজারামপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
আহতরা হলো, মোহাম্মদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ রাজারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে খোকন আহম্মদ ফারুক (২৮), একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মহিন উদ্দিন (২৭)।
জেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হুমায়ন, ফারুক ও মহিন মোটরসাইকেল যোগে তাদের ব্যবসায়িক কাজ শেষে সেনবাগের দিকে আসছিল। পথিমধ্যে জমিদারহাট-পৌরনবিবি সড়কের টেকের বাজার এলাকায় একটি মালবাহী হ্যান্ডট্রলি তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে তিন জন গুরুতর আহত হয়। ওই অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হুমায়নের মৃত্যু হয়। অপর আহত ফারুকে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতাল ও মহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার (ওসি) আইনুল হক জানান, আ’লীগের এক নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ও আরো ২ জন আহত হয়েছে।