স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:০৫:৪৯,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদার স্বামী শফিকুল ইসলাম নাইসকে (৪৮) হত্যার অভিযোগে স্ত্রী বিউটি খাতুনকে (৩০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বিউটি খাতুনকে গ্রেফতার করা হয়।
গত ৯ অক্টোবর শফিকুল ইসলাম নাইস হত্যাকা-টি ঘটালেও সোমবার নিহত নাইসের ভাই মাহবুবুল আলম মামলাটি দায়ের করেন। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ও সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অহেদুল ইসলাম গ্রেফতার বিউটি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিউটি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া মহল্লার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে নাচোল উপজেলার ফতেপুর (মল্লিকপুর) ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) শফিকুল ইসলাম নাইসের পারিবারিক বিবাদ চলছিল। এরই জের ধরে গত ৯অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টায় তার স্ত্রী বিউটি খাতুনের সাথে নাইসের ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।