স্বাধীনতা দিবসে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৯:৪০:১৫,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৫
সিলেট প্রেসক্লাবে সাবেক সভাপতি, দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, মহান স্বাধীনতা বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের অহংকার। স্বাধীনতার গৌরবে উজ্জীবিত হয়ে আমাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। মানবতার কল্যাণে চিকিৎসক সমাজ সব সময়ই আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সমাজের দরিদ্র বঞ্চিত মানুষরা আশার ভরসা খোঁজে পাবে।
তিনি ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির উদ্যোগে এবং হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের সহযোগিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদুর রহমান ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ এর যৌথ পরিচালনায় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হক, অধ্যাপক ডাঃ এম.এন আলী, সিনিয়র সহ-সভাপতি ও মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি প্রভাষক ডাঃ লবিবুর রহমান, প্রভাষক ডাঃ মালা রাণী দে, ও ডাঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক ডাঃ এম.এস. আর জাহিদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল হোসেন, সহ-মহিলা সাংগঠনিক সম্পাদিকা ডাঃ স্বপ্নারাণী আচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ শাকিল মুরাদ আফজল, সিনিয়র সহ-সভাপতি ডাঃ সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক খালিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দরকার শরফ উদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, মহিলা সাংগঠনিক সম্পাদিকা রোকশানা বেগম, এম.কে চৌধুরী, কলেজ শাখার সহ-সভাপতি মঈন উদ্দিন জালালী, সাধারণ সম্পাদক অমল সেন, সহ মহিলা সম্পাদিকা বেনা রাণী বিশ্বাস, হালিমা হোসেন টুম্পা, ফারজানা ইসলাম প্রমুখ।
পরে মরহুম ডাঃ নূরুল হক এর পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আলোচনা সভার পূর্বে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি ও ছাত্র সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে কলেজে এসে আলোচনা সভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি