স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে: ডা. মালেক
প্রকাশিত হয়েছে : ১১:১১:১৫,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, স্বাধীন বাংলার মাটিতে কিভাবে জামায়াত রাজনীতি করে? এ দেশে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশের জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. এস এ মালেক বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত দেশে রাজাকার-আলবদর বাহিনী সৃষ্টি করেছে। আবার তারা এ মাটিতে রাজনীতি করে। এটা কিভাবে সম্ভব?
তিনি বলেন, খালেদা জিয়া কোন শক্তির নেতৃত্বে আছেন? তিনি জামায়াতকে সঙ্গী করে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। দেশে সাম্প্রদায়িকতার স্থান করতে চাচ্ছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়া কোনোভাবেই এড়াতে পারবেন না।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজও তারা দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তার কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কলামিস্ট শফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ভিডিও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম, বঙ্গবন্ধু পরিষদের অগ্রণী ব্যাংক শাখার সভাপতি মো. মোবারক হোসেন, সোনালী ব্যাংক শাখার সভাপতি এম এ আলাউদ্দিন, জনতা ব্যাংক শাখার সভাপতি ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শাখার সভাপতি আসলাম পারভেজ, অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষ চন্দন রায় প্রমুখ।