স্বাগতার বাগদান, বিয়ে শিগগিরই
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:৪২,অপরাহ্ন ০৫ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন তারা দু’জন। কারা তারা? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা ও স্বনামধন্য চিত্রগ্রাহক রাশেদ জামান।
অবশেষে সেই সম্পর্কের সফল পরিণতি হতে যাচ্ছে। বিয়ে করতে যাচ্ছেন দু’জনে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হবে।
জানা গেছে, বিয়ের দিনক্ষণ কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। পারিবারিক আয়োজনেই হচ্ছে এ বাগদান।
স্বাগতা এখন টিভি নাটকে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে রাশেদ জামান দেশের সেরা চিত্রগ্রাহকদের মধ্যে অন্যতম। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। তার তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়। অমিতাভ রেজা নির্মিত বেশিরভাগ বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রহণ করেছেন তিনি। সামনে ‘আয়নাবাজি’ ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করবেন রাশেদ জামান।