স্বর্ণের দাম ৫ সপ্তাহে সর্বোচ্চ
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৪৯,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকরা অর্থনৈতিক প্রবৃদ্ধির মানদণ্ড নিয়ে বৈঠক করবেন। বৈঠকে সুদহার বাড়ানোর পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। তাই এখন বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুকেই বিনিয়োগের আদর্শ হিসেবে বেছে নিচ্ছেন। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে গতকাল সোমবার স্বর্ণের দাম ঠেকেছে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।
সিঙ্গাপুরে তাত্ক্ষণিক সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম গতকাল দশমিক ৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ১ হাজার ১৮৩ ডলার ৬০ সেন্টে। এছাড়া স্থানীয় সময় বেলা ১টা ১৩ মিনিটে তা দাঁড়ায় ১ হাজার ১৮৩ ডলার ২৬ সেন্টে। ২৪ এপ্রিল প্রতি আউন্সের দাম নেমেছিল ১ হাজার ১৭৫ ডলার ৩৫ সেন্টে, যা ২০ মার্চের পর সর্বনিম্ন। তবে বিশ্বে স্বর্ণের শীর্ষ ভোক্তা দেশ চীনের সাংহাই গোল্ড এক্সচেঞ্জে এদিন পণ্যটির দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
ফেব্রুয়ারি ও মার্চে স্বর্ণের দাম কমার পর চলতি মাসে কিছুটা পরিবর্তন এসেছে। সুদহার বৃদ্ধি-সংক্রান্ত খবরই ওই দুই মাস বাজার নিম্নমুখী করতে ভূমিকা রেখেছিল। আজ ফেডের দুই দিনব্যাপী বৈঠক শুরু হতে যাচ্ছে। তাই এখন বিনিয়োগকারীরা ডলার ও ইকুইটিতে বিনিয়োগ না করে স্বর্ণেই আগ্রহী হয়ে উঠেছেন।
স্পটের মতো ফিউচার মার্কেটেও বেড়েছে স্বর্ণের দাম। নিউইয়র্কের কোমেক্সে আগামী জুনে সরবরাহের জন্য প্রতি আউন্সের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে এদিন লেনদেন হয় ১ হাজার ১৮২ ডলার ৩০ সেন্টে। সাংহাই গোল্ড ফিউচার্স এক্সচেঞ্জে গতকাল ৯৯ দশমিক ৯৯ শতাংশ খাঁটি প্রতি গ্রাম স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ২৩৫ দশমিক শূন্য ১ ইউয়ানে, যা ২৩ মার্চের পর সবচেয়ে কম। এ হিসাবে প্রতি আউন্সের দাম পড়ে ১ হাজার ১৭৮ ডলার ৫২ সেন্ট। ২৩ মার্চ এ দর ছিল ২৩৬ দশমিক ৪৮ ইউয়ান।
এদিন স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম। তাত্ক্ষণিক সরবরাহের জন্য প্রতি আউন্স রুপার দাম গতকাল দশমিক ৬ শতাংশ বেড়ে ঠেকে ১৫ ডলার ৮৩ সেন্টে। এছাড়া একই পরিমাণ প্লাটিনামের দাম দাঁড়ায় ১ হাজার ১২৩ ডলার ৮৮ সেন্ট।